শাসনের হাতে অস্বাভাবিক ক্ষমতা
ছলে বা বলে একবার পেলে ভার
কে দেখে তার, কত সে ঘৃণ্য আচার !
বহু সংঘর্ষে প্রাপ্ত গত-যতো অধিকার
এক এক করে কেড়ে নেয় সে সবার ।


মুক্তশিক্ষা ,পেয়জল , রুটি-কাপড়
আজ ব্যাপারীর হাতে, সঠিক খবর ।
চিকিৎসা সে তো বিলাসীতার বস্তু
সবার ভাগ্যে নয় সেবার অধিকার ,
স্বাস্থসেবা হবে নিজিকরণ, শাসনাচার ।


যাতায়াত, রেল , সার্বজনিক সেবা
তারা রয় না আগের মত, সুষ্ঠু প্রকৃত
শাসক বলে, এ প্রথা ঝঞ্ঝাট- যতো ,
শাসকের হাতে ধরা সুশোভিত ডাণ্ডা
কাজে এটাই মহৌষধ, সবরোগ ঠাণ্ডা ।


(০৩-১১-২০২০)