ভাগ্যতে সুস্থ্যদেহ- সদাবাহার
দানেতে প্রাপ্তি, সুস্বাদু আহার ,
মন-মস্তিষ্ক দেখি জোরদার
মাথায় ভরা সুন্দর বিচার ।
আবার, কেষ্ট দানেন সুখবর
হও না কেন তোমরা চোর ?
খোলা রবে আপন দোর ।
আস্থায় মেলে সুন্দর ভোর ।


হে পরম দয়ালু কেষ্ট !
মাঠেমারা-সত্যানাশ, নষ্ট !
যে বুঝে, সবারে করে অতিষ্ট
কেন লাঘব করো তার কষ্ট ?
তব করুণার নেই তবু শেষ
সদা দানো মঙ্গলে উপদেশ ,
সে বাণী শুনি সন্ধ্যা প্রাতঃ
চলিলে কেষ্টার কথা মত ,
করো না পাপাচার যতো
নিমেষে পাপ ভষ্ম, হবে গত ।
একবার আস্থায় মাথাঠোঁকা
সবদোষ উধাহ, হবে ফাঁকা ।


(ইং-০৪-০১-২০২০)
চোর > সব রকমের অন্যায়কারী ।