অহরহ অনুশীলন, জীবিকায় পরিশ্রম ,
কখনো ঘটে বিঘ্ন, ভালো যেন পণ্ডশ্রম ।
চাকরীর যোগাড়ে প্রতিযোগিতা নির্মম ,
প্রার্থী, শ্রম পথ ধরে ও, হয় না সক্ষম ।
মধুর সে বসন্ত, আশার প্রদীপ জ্বেলে
মেহনতি স্বপ্ন দেখে, আপন খেয়ালে ।


সৈন্যবল বা পুলিশ ভর্তির তরে মাঠে
পরিশ্রমী তারা প্রতিযোগিতায় জোটে ,
এক নয় ! লাখো, যোগ্য খাপে খাপে
সঠিক মানগুণে সেরা মানক মাপে ।
বিজ্ঞরা মূক বধির, চক্ষু চড়কগাছ !
কারণ, সবার মেলে না পদ ও কাজ ।


রাতদিন পরিশ্রমে কত যে ডিগ্রিধারী
আজ দেখ পথে ঘাটে তারা অনাহারী ।
নিঃশ্চুপ ,আচার বিচার-চিন্তা অবরুদ্ধ -
মন-মস্তিষ্ক অকোজো, অবসাদে দগ্ধ ।
সমাজ দোষে ওদের ,যোগ্যহীন বলে
মূলে নিরাময় চিন্তা, করে না সকলে ।


(১৪-১১-২০১৯)