দূরিতে নির্মূলে সে বিশ্রী দুখ ,
ধরো, সহজ পথ- পেতে সুখ ।
আস্থার কোলে করিও কাম -
নাও প্রভুনাম, সুবে ও সাম ।


উদর ভর্তি,যতেক খানা -
সহজে মেলে, এই জামানা ,
এদিকের কথা, ওদিকে করো ,
সবে মোহপাশে জড়িয়ে ধরো ।
কুটকুট করে ভাবনা ভরো –
স্বার্থ সিদ্ধির কাজটি সারো ।
আস্থায় জনতা মুঠোয় ধরে -
শূন্য করো রসটুকু নিংড়ে ।


সংখ্যার বল সাথে রেখো
নব ধারার শোষণ শেখো ,
ভাবে বিনয়ী ,নয় অহংকার -  
ধন-রত্ন নেও, মেনে উপহার ।
ভোলারে খুব আশিষ দান ,
কব্জি ডুবিয়ে দুধুভাত খান !


(ইং-০২-১০-২০১৮)
খানা > খাবার , ভোজন ।
খান > খেতে থাকুন । ( সম্মান সূচক)