মঞ্চের মাইকে, তৃপ্ত নেতার ভাষণ -
এই এলো শান্তি, মুক্ত শোষণ !
নেতারে ফুল-চন্দনে কর যতন ,
পাচ্ছ, তাঁর দানের ভরণ-পোষণ !


শীঘ্র, মঙ্গলে অবশ্য পাঠাব লোক-
চেষ্টায় যে ভাবে, যে করেই হোক !
তেল দেবে বিদেশ, ব্যারেল-ব্যারেল -
চালাব, সুপার ফাস্ট, জাপান- রেল !


সরকারী আয়ত্তের সব কারখানা ,
জানিও, অপচয়ের মহাখজানা !
দেখিলে ঈর্ষা হয়, বড়ো সে মন্দ-
অচিরে করিব সমূলে সব বন্দ !


সুদূর ভিনদেশীরা, স্বামী-আকা  !
ওরা গৌরীসেন ! সুদে দেবে টাকা ৷
চাঁদটা বহু আগে করেছি জয়-
এবার অজস্র আয়ুধ হবে ক্রয় !


আর কেন করা, এত পরিশ্রম ?
বেকারের দল গড়া, মুখ্য-করম ৷
সাধু সন্তের মিটুক, প্রাপ্য স্বাদ ,
ওঁরা রাজনীতি করুক, অগাধ !
জপে-তপে ভরিবেনা খালি পেট ,
শিশুরে দেখাও শুধু ইন্টারনেট !


নেই এই রাজে, কর্মের তাড়া -
সবে, আগে হোক, দ্রুত বাড়া ৷
দেখছো, কত না ,দিচ্ছে সাড়া ,
শেষ অস্ত্র ! দেব ‘আস্থায়’ নাড়া !


সরকারী চাকরী সিকেয়- তোলা ,
হবে, ঘরে-ঘরে পার্লার খোলা !
সেজেগুজে হও নধর সে বাবু ,
রাতদিন কর ভজন তব প্রভু ।


আজ খাও, কাল কেন ভাব ?
আমার ছক কাটা ,পরেরটা নেব ৷
শঙ্খ ধ্বনিতে ,সারো মঙ্গলাচারণ ,
অধিনায়ক রূপে সম্মুখে আগমন !  
মঞ্চে প্রেমের বাণী নেতা বলে-
আস্থা বিশ্বাসে, অনেকে ভোলে !!


(ইং-২৯-১০-২০১৭)
কাব্য সার - দেশে নেতার ভূমিকা বড়ো বেশী। তাঁরা পারেন অনেক কিছু করিতে কারণ জনতা হাতে তুলে দেয় দেশের শক্তি । এখন দেখুন তাঁর ভাষণ !!