কেন ডাকে, প্রভাতে পাখি ?
-বলে, অলস যারা খোল আঁখি ৷
বেকার কেন কাজ পায় না ?
-তিনি গৃহত্যাগ করেন না ৷
কি ভাবা, আলয়ে কুটুম এলে ?
-শীঘ্র কেন, যায় না চলে !
কেন মাথা ধরে, জ্বর হ’লে ?
-অনেক আরাম করেছ হালে !
কেন দেখানো পৈতা ?
-প্রকাশে, জাতের মাথা !
নেতার মনের বাঞ্ছা কী ?
-ধোঁকা, ছল, সাথে আরো কত কি !
সবার, ধর্মের প্রতি কেন টান ?
-না যায় সততা-ইমান, মান ৷
চুল, দাড়ি, কেন পাকে ?
-উপরের ডাক এলে, ফাঁকে-ফাঁকে !
তারকা, টিম-টিম কেন জ্বলে ?
-তার আলো ফুরোবে বলে ৷
মরার পর, কি লাভ হয় ?
-শূন্য ভোগ, তারে করা জয় ৷
কোথায় মেলে বাস্তব শিক্ষা ?
-পর দ্বারে-দ্বারে করিলে ভিক্ষা !
(ইং-২৫-০৪-২০১৭)