পৃথিবীতে কিছু যদি বেড়েছে তা হ’ল জ্ঞান
কাজে অকাজে বা নির্লিপ্ততায় হোক না মান ,
মানবের সুখ ,আরাম, সহজ জীবন কামনায়
তাঁর অহরহ জ্ঞানখোঁজা নিরলস কর্ম ধারায় ।
জ্ঞানেরা নানা শাখা প্রশাখায় যেন বোধিবৃক্ষ
ফল-ফুলে, রঙে দাঁড়িয়ে বহন করে সে সাক্ষ্য ।


কণামাত্র আহরণে এ মানব জীবন বুঝি শেষ
পড়ে লিখে রূপ চেহারায় হয় না সাম্যবেশ ।
এ ধারণায় কার দোষ, জ্ঞান না শিক্ষার মান ,
কী কারণ এমন অপবাদ না কার্যকর জ্ঞান ?
উপরে খুশীর আত্মসুখ, জ্ঞান থই-থই ভাব-
এ অবস্থার ভুল ধারণার নেই কোন জবাব ।


জ্ঞানে হবে সর্বপ্রথম নিজ নিজ মঙ্গল-গুণ
বাকিটা সর্বজন হিতে শিক্ষা কর্মে হবে নিপুন ।
আজ যাঁরা জ্ঞানে জ্ঞনী, মানে-মানী, টইটুম্বুর ,
দুঃস্থের পাশে না দাঁড়িয়ে দেখে স্বার্থ ভরপুর ।
আবার কত জ্ঞানী বাড়িয়ে জ্ঞান- যেন বেলুন
বেকার অভাবী, ত্রস্ত, না জোটে খোরাক, নুন ।


(ইং-০৫-০৩-২০২০)