হে রাষ্ট্র নায়ক, সশক্ত নেতা !
কেন ? দেশে দুর্ভোগ অযথা ,
সাংবিধানীক সুবিচার- মেনে -
কেন সুখ নেই -মাত্র এ প্রাণে ?


শিক্ষার চৌকাঠ পেরুতে, ডিগ্রী -
মূল্য চুকাতে জমিজমা- বিক্রি !
আশা দিলে, সুযোগ্য হ’লে ,
তোমার রাজে চাকরি মেলে ।


অর্থকড়ি হীন, বিনে পয়সা -
অসম্ভব করা আয়,- ব্যবসা !
দেখ, এখন যৌবন কাল ,
কেন ভগ্ন মম কপাল ?
ক্ষণে তোমারে তো দেখি না !
অসুখে তড়পন্ - যন্ত্রণা ?


পাকা কথা দাও ,'দেব কাজ' -
তুমি তো দুনিয়া ঘোর আজ !
চেহারায় দয়া-মায়া -হীন
বৃথা আশা যোগাও প্রতিদিন !
এদিকে মানুষ কঙ্কালসার-ক্ষীণ ,
তবু কাজে ন্যাস্ত, তব অধীন ;
হে সুযোগ্য শাসক, প্রবীণ !
আর কত কাল রাখিবে, দীন ?


(ইং-১৬-০৮-২০১৮)