কাহার মনেতে জাগিল প্রচেষ্টা ,
দেবালয় গড়ায় জাগায় তেষ্টা !
কাহার মনেতে এত যে নিষ্ঠা -
দেবে, কে করিল প্রাণ প্রতিষ্ঠা ?


মানুষের কর্মই আদি মূলধন
মানুষ গড়ে বন-উপবন ,
বাঁচিতে প্রয়োজন মানুষ জন-
চির সুখে ভরে তার আঙন ।


মানবের জাগারণ এই ভূতলে
প্রতিটি কার্যের আদি মূলে ,
সঙ্গি, একা বা দলবলে-
মানবের সদা নিত্য কর্ম চলে ।


মরু,পর্বত,বন, নদী জলে
সাগরের গভীরে অতলে ,
সু বা কুমেরুর দুর্গম অঞ্চলে-
মানবের সেথাও পদধ্বনি মেলে ।


বৃহৎ নির্মান,সব পুণ্য স্থল
ভোগ সুবিধার বস্তু ,শুদ্ধজল ,
পার করি বাঁধা-বিরোধ প্রবল-
সবারে দানে মানব তার সুফল !


মানব সৃষ্ট যতো নামকরণ
মানবই করে প্রাতঃ স্মরণ ,
রাষ্ট্র ধর্ম, তার পরিচালন -
মানবই সারে করিয়া যতন ।


আমাতে বিচারে জাগে সদ্য
মানবই যখন সাধন সাধ্য ,
শ্রেষ্ঠই যখন সবার আরধ্য-
মানিতে আমি হই যে বাদ্ধ ।


(ইং-০৫-০৪-২০১৭) ।