সুবোধ মানুষ, চায় না
পুনঃ হতে বন্যপশু
চায় না নিষ্ঠুর দৃশ্য
ঝনঝনানী সে খড়্গকৃপাণ
আঘাতে, অকালে ঝরুক পরাণ ,
থাকতে মানুষে হুশ ও মান ।
না- আগের মত ক্রূর সে দিন
হত্যালীলায় ভরা
জাগছে চৈতন্য, সুপথে ফেরা
পুনঃ সে দস্যু-মাতাল ,
জীবনে অপশিক্ষার বদগুণ
জাগ্রত জ্ঞানে, ভাবছে জঞ্জাল ।


ইতিহাস মহাসাক্ষী, সুবিচারক -
আজ তার প্রতিটি পাতা ,
লেখায় পড়ছে ভাটা, গত নৃশংস কর্ম
মানবিক জাগ্রত মাথা ।
কত অভাগার ভাঙে সুখের ঘর ,
দেখা স্রোতস্বিনী রক্ত ঢেউ ,
উন্মাদ ভরা কত স্বজন পোষণ,
এখন কাজে মানছে না কেউ ।


লুটের রাজের অশুভ দিক
তাণ্ডবের সে মৃত্যু যজ্ঞ ,
প্রতিরোধের দেয়াল ,মানুষেই গড়ে
চেতনায় তারা সু-অভিজ্ঞ  ।
চৌদিকে দেখা ত্যাগী গুণীজন
ইতিহাসে ভরবে বিশ্বপ্রেমী মন
পুনঃ ধর্ম-কর্মে মনে নিচ্ছে যতন
ঘরে ঘরে বৃদ্ধি আজ সুধীজন ।


(১৯-০১-২০২২)