ঘোলা জল, ধূমিল বায়ু
বন্ধুর- কন্টকময় পথ
চলে না আগে জীবনরথ
দিন দিন কমছে আয়ু ।


বাঁচায় কমতি- আশ
অবরুদ্ধ প্রায় নিঃশ্বাস
অসহ্য আবহাওয়া প্রকাশ
গলায় বাঁধে যেন ফাঁস ।


ঝালাপালায় কান, বিচিত্র সুর
কালের অবস্থায়
ঋজুতে দাঁড়ানো দায়
ভরসার গুণী তারাও দূর-দূর ।


টলমল জাহাজ
ছলনার মিথ্যা আদর
মুখ খুলে ঐ হাঙর ,
ওদের রক্ত চাই আজ ।


স্বপ্নে দেখা এহেন নিয়তি
আগে কি হাজির অজানা ক্ষতি !
পল-পল দুর্বল হয় মতি
ফুরালো বুঝি জীবন-জ্যোতি ।


(০৯-০১-২০২২)