হে গরীব ! ধরাধামে তব কী পরিচয় ?
পেয়েছ অসীম শক্তি, করো অপচয় ।
ষড়্ ইন্দ্রিয় আর হস্ত-পদ, মাথা-মেধা
দানে মেলে রত্ন, তবু জাগরণে দুবিধা ।


স্বদেশ, সমাজ, আজ মাঙ্গিছে- ত্যাগ ,
এত কষ্ট স্বীকারে তবু কেন রুদ্ধবাক ?
অহরহ নাজেহাল করিছে যে-কেহ ।
শিশুর মুখের দুধ কেন হ’ল উদাহ ?


শোষণ যাঁতায় নিষ্পেষিত বারোমাস
যেন ডুবো নাওয়ের কাণ্ডারী- হতাশ !
দলে দলে হাত ধরে চলো- মিছিল
হতে হবে আজি দিনে- সংঘর্ষশীল ।


আর পাঁচজনার মত চাই অধিকার
নিজেই খুঁজে নাও সে সুপথ বাঁচার ।
ঝেড়ে দীনতা মনের সমস্ত কালিমা
দেখ পূব গগনে চিত্র-দৃশ্য- লালিমা ,
হও সংঘর্ষে তৎপর, দিবস ও রাত-
তবেই অচিরে মিলিবে সে সুপ্রভাত ।


(ইং-০৯-১২-২০১৯)