তীর ও জীবন উভয়ে চালনায় চলমান
গতিটা আসল, পার করা সময়ের মান,
উভয়ের আছে গতি কখনো নেয় মোড়
অভেদ্য হলে নিশানা নয় যে সুখবর ।
মাঝ পথে থামা, তীরের যেন মূল্য হীন -
জীবন হলে স্থির, বাঁচা-বাড়ার যোগান ক্ষীণ ।


তূণে থেকে থেকে তীর ,জং পড়ে -
অলস বসে শুয়ে জীবন, অকালে শড়ে ।
তীরের শ্রী হবে গতিময় লয়
শ্রমে জাগ্রত জীবন, সবকাজে জয় ।


(ইং-০৮-০৩-২০২০)