সে অভিমন্যু ছাড়া,- অন্য শিশু
শুনেছি, ভাল-মন্দ বোঝে না ,
বড়ো প্রেম তার খেলনায় শুধু
যতো দাও সে করে না মানা ।


মনে ধরে না গম্ভীর ভাবনা
সে খায়দায় আর খেলে বেড়ায়
শিষ্টাচার ,সংস্কার তার অজানা ,
সে বিপদ পথেও পা বাড়ায় ।


অপছন্দ জ্ঞান, ভালো আচার
ভূত ভবিষ্যতের না বালাই ,
তার শত্রু-মিত্রে না বাচ-বিচার  
দেশ ও দশের ভ্রূক্ষেপ নাই ।


ভূঁয়ো কথায় প্রজা প্রভাবিত মেলা
উন্নয়নে ঘুমঘোর শিশুসম ধর্ম
নেতার বাস উটি,মসৌরী, সিমলা
বোধে জনতা বহুদূর, জীবনমর্ম ।


(২০-০৯-২০২১)
নেতার বাস উটি,মসৌরী, সিমলা , > (স্বাস্থ্যকর হিল্ -স্থান) সেথা সুখের বাস ।