জানি, ঝড়োবাতাস সুখকর নয়
খরস্রোতা নদী ,পাড়ভাঙা দেখে
পাড়বাসী পায় মনে ভয় !
যাঁরা নিজেকে রাখে গণ্ডিতে সূচী-শুদ্ধ
কখনো অযৌক্তিক নীতিকথায়
অজানায়, নিজেরে করে বদ্ধ ,
অন্তরে হতে থাকে গোপনে ক্ষয় ।


এমত আচরণ মনুষ্য দোষ না
এ এক মানব চরিত্রের তানাবানা ;
তবু মনে রয় সন্দ ,
অনেক কথা অনেকের হয় না পছন্দ
অসহমত কথাকাজ মনে লাগে মন্দ
বাড়ে ,মতবিরোধ-দ্বন্দ্ব ।


কার্যতঃ এ কথাটা কী সঠিক সচ্চা
গোলাপ চাইলে, মেলে কাঁটার খোঁচা
অনুতাপ আর আপসোস ?
ভিক্ষার চাল কাড়া আর আকাড়া -
কাজে, জ্ঞান না হলে বাঁচা-ছন্নছাড়া
নিরুৎসাহ অমোঘ ,
এ ও বিদ্যা-বুদ্ধির সংযোগ ।


(২০-১০-২০২০)