ধোপা কাচে কাপড়, কাজের শেষ নাই ,
পিঁপড়ে খোঁড়ে গর্ত, বাতাসে ভাঙে সদাই ।
কামার পিটিয়ে নরম করে শক্ত লোহা
যোগানের পর যোগান- আরো দৃঢ় মহা ।
আগে রোজকার কাজ, আরো অতি আরো
কর্ম সাকারে- জীবনে হয় সুখ,- সুন্দরতর ।


কবিতা, নীতি বিরুদ্ধ কক্ষণো সে কাজের না !
যতই থাক না ভরা আদর্শ কথা মনোবেদনা ।
বদ্যি সে, পারে নি রুগী বাঁচাতে, সেও ডাক্তার ,
কাব্যে, গণ্ডির এদিক ওদিক হ’লে- নেই নিস্তার !


ধাবক সে একা নাম করে- যে হয় সেরা ,
পিছনে আঙুল চোষে যতো যতো হারারা ।
লিখে কবিতা- মনে পায় কত শান্তি ,
তাই বলে যে সত্যি কবি ? হতে পারে ভ্রান্তি ।


(ইং-১০-১১-২০১৯)
*-মরু- এখানে > শুষ্ক, নীরস ।