কেউ ভিক্ষে নেয় কটোরাতে,
কেউ গর্বে বাড়িয়ে, দু’হাতে ।
কেউ বা নেয়, উপরি উপরি -
এ সংসারে তারাও ভিখারী !


কেহ প্রাপ্যটা নেয়- যাচনায় ,
কেহ লুকিয়ে, টেবিল তলায় !
সংসারে ঝুলি ভরে, দরকারী -
তারা ও একপ্রকার ভিখারী ।


কেহ উপহারে নিয়ে আসে -
কেউ বা আনে ভালবেসে ;
আনে দামি দ্রব্য, কাড়ি-কাড়ি ,
এরাও কাজে কম নয় ! ভিখারী ।


বস্তু সংগ্রহে চালাকি কারণে-
কেহ বা জোর-জুলুমে আনে ,
বুভুক্ষু, অমিট চাহিদা তারি -
এমনো রুচিবান হয় ভিখারী ।


যে কিনা অল্পে তুষ্ট হ’ল -
সে ভিখারী- অতি ভাল ,
যে ভিক্ষা কাজে পায় মজা-
সে সুখ সাগরে যেন রাজা !


(ইং-০৩-০৪-২০১৮)
-বেঙ্গালুর