সমাজ ভাবনা বেশ ভুলে
পায়ের উপর পা তুলে
জ্ঞানের শরবত্ অধিক গিলে
দিনগুলি মোর সুখেই চলে ।


সুখের জ্যোতি লেখা ভালে
না কর্ম চাষিসম কাদাজলে
লোক চরাই তারই তালে
দেখাই সারাফল- পরকালে ,
জ্ঞানে- এ বিদ্যায় বেশ রপ্ত
খাবার জোটে টাটকা তপ্ত ।


আমি না অভুক্ত গাছতলায়
আছি মজায় তিনতলায়
দর্শনটি লোকে কম পায়
জীবন সফল এ জায়গায় ।


(০৭-০৯-২০২১)