যে দেশে জলাভাব- পাহাড়ী বেশ
জীব-জন্তু-প্রাণী পায় বাঁচায় ক্লেশ ।
যে দেশ শুষ্ক, ভরা মরুভূমি
কত না, সমস্যায় ঘেরা আহারে কমি ।
যে দেশ জলে ভরা নদ-নদী-নালা
সমৃদ্ধ খাদ্যশস্যে সুজলা-সুফলা ।


মানুষ, প্রাণীর আচার,- নীতি গড়ে
তাঁর পরিবেশ ও আবহাওয়ার পরে ,
কেহ খায় মুড়িমুড়কি, কেহ বা রুটি ;
কেহ খায় রাঘব বোয়াল
কেহ খেতে পায় না চুনোপুঁটি ।


কেহ বা সর্বশরীর চলে ঢেকে
মানুষ বেশভূষায় বৈচিত্র চতুর্দিকে
বিচিত্র পরিচ্ছদে থাকে টিকে ,
পরণের ধরণও হয় নানা বিধ ,
কেহ উদল গায়ে বাঁচায় করে যুদ্ধ ।


নানা ব্যবহারিক আচার- চরিত্রের
মেজাজ কারো বা অতিউগ্র ধাঁচের ,
স্বভাবে রুক্ষতা দেখা যায় অনেক
কেহ বা শান্ত-কোমল-সরল
মানবতায় দয়ামায়া ভরা যতেক ।


(২০-১২-২০২০)