মানুষের বাঁচা-বাড়ায় কত না প্রচেষ্টা
নানা উপায় কলাকৌশলে মেটায় তেষ্টা ;
কাজে লাগায় দয়া-মায়া, বুদ্ধি-বিবেক ,
ক্ষণে লাগাম কষে তার লোভ ও আবেগ ।


মানুষের মধ্যে নীতিভ্রষ্ট কিছু মানুষ
অকাজে মত্ত, ধ্বংস কাজে হারিয়ে হুশ ;
যাঁরা সুবোধ সুখে চায় শান্তির বসবাস ,
ঘুণপোকা সম কিছু, তারে করে সর্বনাশ ।


ধর্মীয় সুবিচারে সেথা ফলে না শুভফল
তাদের লক্ষ্য মূলনীতি কর্মসিদ্ধি- অমঙ্গল ।
পাতার শিরা উপশিরা মত দুষ্টরা ভরা
তার কুকর্ম বলে, কত সুধী যায় মাঠেমারা ।


আছে এক পন্থা, দূরভিতে তারে ভরপুর ,
যেথায় হোক না তার দেখা, ধিক্কারো দূর-দূর ।


(২৭-০৬-২০২১)