গাধাটা দুষ্ট, কাজের না
সময়ে অসময়ে লাথি মারে নানা ,
তার প্রভুর বাড়ায় শুধু ভাবনা
এবার হবে বিদায় ! নেই মানা ৷


হাটের পথে, এক সাধুর সাথে দেখা
সাধু সুধায় হে চাষী, শোন, সখা !
আজ এ গাধাটা দাও, আমায়-
ওটাকে মন্ত্রে মানুষ করিব নিশ্চয় !
অগত্যা কৃষক, গাধা বেচে না-
সাধুকে দেয়, করে না মানা ৷


চাষা কয়েক বছর পর
পুনঃ যায় বনে ,সাধুর ঘর ,
সবিনয়ে জানায় ,কোথায় !
আমার দুষ্ট গাধা তনয় ?
সাধু জানায় সে তো কালেকটার !
জেলার মুখ্য শাসক, সেবাদার ৷


চাষী গাধার খোঁজে সেখানেও যায় ,
দ্বারীকে সে সবিস্তার সব জানায় ;
অনুমতি চায় প্রবেশিতে কামরায়-
চাষী সহজে প্রবেশ পায় ৷
দেখে, সুট বুটে এক যুবক সেথায় !
পুত্র স্নেহে চাষী, তাকে শুধায় ,
ওহে গর্ধভ পুত্র, দেখ তুলে মাথা  -
সম্মুখে তোর বাপ, দাঁড়িয়ে হেথা !


অমনি কালেকটার তারে মারে লাথি ,
এবার চাষার যেন ফেরে স্মৃতি !
বলে, আজ যদিও কালেকটার তুই ,
সেই অছাড়া নীতি, সুঁই পরিমান ভূঁই !
আগেও মেরেছিস কত যে লাথি ;
কালেকটার !মারলি লাথি, গাধার ভাতি !


(ইং-০৮-০৬-২০১৭)
(এখানে শিক্ষিত,  গরীবজনে অযনে দেখে ,তাই বলা ৷)