“এক হাতে তালি বাজে না”
কথাটুকু সবার আজ অব্দি জানা ,
যদি কেহ গায়ে পড়ে আসে মারতে -
উভয়ে সমান দোষী হবে কী মানতে ?


ব্রতী, পর ঘরের নেভাতে আগুন
যতই থাক না কেন সাবধানতা গুণ ,
একসময় উৎসাহ কাজে আসে না
পরোপকারে মহান হতে পারে ,
আরো পারে, ধোঁয়া ও আঁচে কানা ।


অভাগা অভুক্ত এ পেটের দায়ে
কাজে-কর্মে নামিলে কয়লা খাদানে -
কালো কালো দাগ ভরে বস্ত্র ও দেহে ,
কতর কুৎসার কারণ, ভিন্ন-ভিন্ন মনে ।


ফুলবাগ, তার কাছেই কসাইখানা ,
সময়ে সুগন্ধি সুবাস নাকে আসে না !
এমনি ফাঁকতালে কত নিরপরাধী
সততা নিয়েও হয় সলিল সমাধি ,
অকালে কপালে, ঘনালে জনরোষ ;
বেচারা হতভাগা সৎ ,ছাড় পায় না -
আঁদাড়চোখা দেখে, নির্দোষে-দোষ ।


(ইং-০6-০৬-২০২০)