সময় অসময় সুসময়, কতোর ভাগ্য চমকায় ,
আজ যেন সচরাচর ঘটনা, দেখা সব জায়গায় ।
আমি চাই ঐ দলে মিশতে, খানিক সুখ পেতে
কামনা করি তলানিতে, আসুক সুখ মুহূর্তে ।


নেই যোগাড় যন্ত্র--বাঁশি, তবলা, হারমোনিয়ম ,
নেই পিছে মামা-চাচা, বাঁচা- নিয়ে কিছু ধরম ।
পুঁজিতে নিঃস্ব- সম্বলহীন, মোর চলে না কাম ।
চেষ্টায় তবু হাল ছাড়ি না, মুখে প্রভু নাম ।


আদরে, রাত দুপুরে, সুরে বাজাই ফাঁটা ঢোল
লোকে বলে, এ কাজটি করে- আস্ত পাগল !


সকালে দেখি দাঙ্গাবাজ, গলায় শোভে ফুলমালা ,
তোষামোদী ,ঘুষখোর , মিছিলে তার ভরা জেল্লা ।
লোক ঠকানো নেতা মঞ্চে যা বলে লাগে- বেশ
হায় ! পোড়া কপাল, আমি পাগলের একশেষ ।


(ইং-১৩-০১-২০২০)
জেল্লা > চমক, চাকচক্য ।