শুদ্ধ পূঁজিবাদ ,অগ্রে ধ্বংসের আবাদ
হাড়ভাঙা খাটুনী তবু অভাব সুখস্বাদ ,
কে জানে ধরায় কাল রবে- কে কোথা
গাঁটবাঁধা নীতিকথা , হোক না মিথ্যা ।


ধন আছে ঘরে সে টিকে রয় সংসারে
পরাস্তরা মরে, কষ্টে অভাবে বেঘোরে ,
বৃদ্ধি পায় দুর্নীতি, অবাধ তার বিচরণ
বাড়ে নকল, আস্থায় বাঁচার তরে শরণ ।


যেমন ছিল আদিবর্বর যুগে, ধরা পরে
সুযোগে ছলেরা সুখ ভোগে মন ভরে ,
ফাঁকে বুদ্ধির জোরে প্রভুরা রাজ করে
আইন সে তো সরল নিরীহদের তরে ।


শিক্ষায় ছল তার চল গভীরতর অতল
আর্ত অচল পায় না শুদ্ধ পানীয় জল
ভাবনারা ভরে লাভ ও স্বার্থে খুব করে
লুটপাটে সুগম মাত্র দু’হাতে মুঠি ভরে ।


দেশে বাড়ে সৈন্য, সাথে বাড়ে দৈন্য ,
অভাব অনটনে শাসক মৌনীবাবা মৌন ।
শ্রমিক কর্মহীন,তার হতাশায় কাটে দিন
প্রজা হয় রুগ্ন-ক্ষীণ, নিরুপায় দুঃখীদীন ।


(২৪-০২-২০২১)