মানুষ ছাড়াও অন্য প্রাণী-জীব
ভবে ভরা, অশেষ ছড়াছড়ি ,
হতে পারে মনুষ্যসম সমকক্ষ নয়
কর্ম ও কাণ্ডজ্ঞানে তারা আনাড়ী ।
আজ করোনার দাপট পৃথিবী ভরি
এক তীব্র আক্রোশ আর বাড়াবাড়ি
বেছে বেছে মানুষগুলো ধরি ,
তার যতো দম্ভ বাহাদুরী !


কি বিশ্রী-অদ্ভূত সৃষ্টি ,কার যে দান
সে করোনা লম্বাসময় ,করে জয়গান ।
লক্ষ-লক্ষ জীবন নিয়ে মেটে না আশ ,
হঠাৎ যেখানে সেখানে লোক ধরে
করোনা, দাপিয়ে বেড়ায় বিশ্বজুড়ে
মনে হয় সব করিবে সে ছারখার-নাশ ।


(০৭-১০-২০২০)