রমরমা দেখি বাজারটি আজ -
তাজা,শড়া-গলায় উঠেছে মাছ ।
স্বভাবে বাঙালী মাছ প্রিয় ,
মাছ না হলে বাড়ে দুঃখ ।


বাজারে মাছ ঝালিয়ে দেখে ,
এ ধারা তারা, জন্মেই, শেখে !
রয়ে-সহে, ভালমন্দ চিন্তে -
দরদাম করেই, চায় কিনতে ।


ঠিক-ঠিক চাই, আবার মাপ -
ভুল হলে, ছাড়ে না বাপ !
দেশ যেখানে মাছের বড়ো -
আরো যদি হয় নড়ো-বড়ো !
টিপিয়া দেখেনা চালক তার ,
ভোটটি দিয়েই পগার-পার !


তার, শড়া পচার ,বিচার নাই -
মাছের বেলায় টাটকা চাই !
দুর্গন্ধ হলে যাবে না কাছে !
দেশের বেলায়, কেন পিছে ?
দেশনা হলে, কোথায় মাছ ?
তবু চলে, ভাগ্য জোরে রাজ !


(ইং-২৪-১২-২০১৭)
পগার > ডোবা, খানা , উঁচু আল ।