যদি হয় ভিতটি শক্ত জবর ,
কক্ষনো গৃহটি হয়না নড়বড় ;
যার উপর সমস্ত ভার টেকা -
তার ’পর, ভবিষ্যৎ যে পাকা !


যার উপর আস্থার মহাহিত ,
চাই পাকা-পোক্ত, শক্ত ভিত ৷
স্থায়িত্ব বেলায়, একমাত্র প্রতিক ,
ভিতই ভরসা, বাস্তবে সঠিক ৷


ছলনা ধোঁকা ভ্রূণে শেখা ,
অতিদূর আজ যে সততার দেখা !
ভিতে ধরিলে ঘুণ পোকা -
খেয়ে সর্বনাশ ! করিবে ফাঁকা ৷


দেশের ভিত, ত্যাগী সে নেতা ,
ওরাই সমাজের মুখ্য মাথা ;
তাঁরাই ধরে শান্তির ছাতা ,
এহেন নেতা দেশের ত্রাতা ৷


তাঁরাই দরদী বন্ধু-ভ্রাতা -
তাঁরাই যোগায় শুভ বার্তা ,
গড়িতে পারে দৃঢ় ভিত ,
চাইলে তাঁরা দেশের হিত ৷


(ইং-০৭-০৯-২০১৭)