অদৃশ্যের প্রকোপে বিশ্ব থরথর
শঙ্কায় ভরা অর্জুন ,
রণাঙ্গনে কতক পদাতিক, রথী
কতই বা ধরে গুণ ।


সর্বোন্নত তাঁরা আতঙ্কে হিমশিম
বিপদে পায় না পথ ,
সাধারণ ছা-পোষা দুঃখী-দীন
ভয়ে কম্পমান অগাধ !


যুদ্ধের ময়দান, লক্ষ্য চৌকসী ,
ফাঁক- ফোঁকর ঢিলে ,
শত্রু “করোনা” মৃত্যুদূত সম
পৌঁছাবে ফাঁক পেলে ।


অতি সংক্রমিত সে সূক্ষ্মকীট ,
কেহ পায় না রক্ষা ,
নিজেরে নিজে বাঁচিয়ে তাকে
উচিত দেবো শিক্ষা ।


গণতন্ত্রে জনতাই জনার্দন
একাগ্রতায় মন ,
চেষ্টা, সর্বপ্রকার রণকৌশল ,
"করোনা" হোক নিধন ।


(ইং-০৯-০৪-২০২০)