হুঁশজ্ঞানে দেখে নাও- বিকশিত দন্ত
ভেবে করো বিশ্বাস- তার আদ্যপ্রান্ত ,
সূচালো পারিপাট্য দাঁত- তার প্রখর
পরিপূর্ণ গাঙ্- সাগর, কুমীর হাঙর ।


বিষাক্ত দাঁতে নাগীন মারিলে ছোবল -
কাজে আসে না গুরুনাম- হরিবোল ।
হিংস্র শ্বাপদে বনভরা- বসতী যতো ,  
মদেমত্ত বিচরণ, উঁচিয়ে দন্ত কত।


লোকালয়ে ভেব না নিরাপদ সে স্থান
দন্তের-জাজ্বল্যমান, বিরাজিসে প্রমাণ ।
হাতে ধরে মারণাস্ত্র, কত যুদ্ধে উদ্যত
রণ তরে দেখায় দাঁত, গর্বে অবিরত ।


(ইং-০৩-১১-২০১৯)