কত বিচিত্র ভবসংসার !
কোথাও সুখ কোথাও হাহাকার ।
বেঁচে থাকার অর্থ কী ?
কক্ষনো পাতে পড়ে না ঘি ,
জমি চষি কোন আশে ?
পুরো জীবনটা দেখি দুঃখে ভাসে ।


শিশুটি- কষ্টে পড়ে- বড়ো
যুগ আবহাওয়ায় সে জ্বরো জ্বরো ,
তার ভবিষ্যৎ অন্ধকার
পারে না পাতাতে ঘর-সংসার ।
উপায় খোঁজে, পথ নাই !
কবে হবে সুখ ? শুধু ভাবে তাই ।


ভোটের মিছিলে শোন ,
এ নেতা জন্মেছে দেশের জন্য !
আলো করিবে ভূবন ,
তোমরা কেবল কাজে দাও মন ।
নেতা এদিকে দেশ বেচে !
জনতা নিরুপায় আঙুল চোষে ।


(ইং-২০-১১-২০১৯)
*-আশে >  আশায় ।
*-আগামী মার্চের মধ্যে এয়ার ইণ্ডিয়া, বীপীসীএল এর শেয়ার (অংশপুঁজি) বিক্রী হবে ।
অন্য আরো সরকারী উপক্রম বিক্রী দ্বারা লক্ষ্য রেখেছে, একলাখ কোটির বেশী টাকা, সরকার উঠাবে ।
#-সূত্র > হিন্দী পত্রিকা ভোপাল, ((ইং-১৮-১১-২০১৯) ।