যুগ-যুগের অনুশীলনে, শাস্ত্রমতে বলে ,
মহাসঙ্কট কালে -
সব বিপদ এক সাথে, জোটে এ ভালে ।
মানুষের মতি-গতির বর্তমান দৃশ্য তার -
বিধ্বংসী রূপ বাহার ,
অবুঝ মিলে, বিশ্বে লড়াই না হয় আরপার ?


এদিকে- চিন্তায়, আত্মরক্ষায় হতাশা বেজায়
পথ খোঁজায় ব্যস্ত বাঁচায় ,
নষ্টমতি তারা, ভ্রম খবরে কত না যুদ্ধ চায় ।
মহান বনার দিবাস্বপ্নে, ভুলেছে মান হুঁশ
বড়ো বিচিত্র সে মানুষ !
বিপদ কালে বোধ-ভাবনা কেন করা তুষ ?


এখন নানান রব উষ্ণ খবর, দোষ এর-ওর-
জানি, আছে গায়ে জোর ,
সবে দুর্যোগে আগে ভাব বাঁচার সে ভোর ।
নিজে বাঁচ অপরকে বাঁচাও কাজে পরম ধর্ম ,
কবে আর বুঝিবে মর্ম ?
উদার একতাই এ সময়, বাঁচার উপায়-বর্ম ।


(ইং-২১-০৪-২০২০)
*-মহান বনার > মহান হওয়ার ।