হে, মোর প্রাণপ্রিয় ছিন্নমূল দেশবাসী ,
আজি কহিব কিছু তব সমীপে আসি ;
দু’কর জুড়ে জানাই বিনম্র মিনতি -
ধরায় জয়ী হও, নিয়ে নবজ্যোতি ৷
একবার চেয়ে দেখ ঐ নীল আকাশ -
মন মাতানো সুরে সুবাসে বাতাস ,
আজ, ঘনঘটার সে করাল ছায়া -
মুছে গেছে তার কলিমা কায়া ৷


অভয়া আহ্বানে ডাকিছে শুভক্ষণ -
ঊচ্ছ্বাস ভরা মন,- হও সম্মুখ গমন ।
ঐ শিক্ষক-পথ প্রদর্শক, সে অতীত,
অসম্ভব উত্তারণ ,তার দয়া ব্যতীত্ !
পার পেতে জাগতিক সব পরীক্ষাতে
নিতে হৃদয়ে হবে সে গুণ সাধ্য মতে ।
নির্বাপিতে ভীতি, শিক্ষা দানে প্রাণে ,
সন্তর্পণে মেলে ধর সেই মনঃ দর্পণে ।


সব শঙ্কাকুল পারাবার করিতে জয় -
সময় মাঙ্গিছে তব কঠোর পরিচয় ;
তোমায় শোভে না বৃথা কাল ক্ষয় ,
সময় সুযোগ তব- দ্বারে যে সদয় ৷
সাজে না বাহানা , বুক ভরা জ্বালা -
এ অমূল্য অবসর করিও না হেলা ।


মেধা কৌশল বল যোগ্যতা সকল -
কোথাও কম নেই, কোন মনোবল ৷
দানের গালিচা পাতা ভরা পদতল  -
কাটিয়াছে গত গ্রহণ ভয়ংকর ভয়াল !
তবে কেন কাঁদ বসে হয়ে যেন একা -
এমনতো নও-যে তুমি, মূঢ় বা বোকা !
যদিও পথ বন্ধুর অনেক আঁকাবাঁকা -
কাঁটা সব সরে সেথা হয়ে আছে ফাঁকা ৷
না- আর না-! এবার ত্বরা হোক ওঠা -
পথে বহু হ’ল বসা, শুরু কর হাঁটা !


ঐ দেখ সবুজ বনানী, শূন্য শ্বাপদ -
ঐ হের কেটে গেছে দুর্যোগ আপদ ৷
হৃদে ভরো ভরপুর, নির্মল প্রাণবায়ু -
তোমাতে ঘিরে থাক শতবর্ষ আয়ু ৷
তোমাতে কেন রবে হীনতায় ভরা ?
শোভে না এ দৃশ্য যৌবনে জরা ।


(ইং ১৫-১২-২০১৬)