উচিতকথা সামনে বলা মহা বিপদ ,
পাগলরে পাগল বলা আরো আপদ !
চাইলে হতে বড়ো, অনেক পরিশ্রম ,
অর্জিত জ্ঞান, সেথায় ভরা বিশ্রী ভ্রম ।
এখন যাবে কোথায় নিরীহ লোক ,
কী হবে সে গতি, লেখা জ্ঞানীর শ্লোক ?
তবু সাধক, রাত জেগে, ধমক খেয়ে ,
আছে সে সুখ পেয়ে তার কাজ নিয়ে ।


জগতে, সুখই যদি হবে বড়ো ?
তবে সব কাজ ছেড়ে রাস্তার মোড়ে -
বারোমাস ,বাঁদর নাচিয়ে যারা ঘোরে
ঐ যাযাবর সুখে ? না আজ সে লেখক ?
এ তর্কের, এক বিহিত-মীমাংসা হোক ।


(০৫-১০-২০২০)