কারণে অকারণ, দোহন ভূবন ,
ভরিয়া ত্রাহি-ত্রাহি জন জীবন !
দেখ ! যে যতো ধ্বংসে, পৃথিবী ,
তারে, মাথায় তুলে রাখে সবি !


প্রকৃতি ’পর নির্ভর যদিও প্রাণী,
কারক ধ্বংসের ! তারাই মানী !
এ কর্মকাণ্ডে, মাতাল এ কালে -
কতর ঘটনা ঢাকা, ধূম্রজালে !


অসীম আকাশ নয় আজি নীল -
সাঁঝের দিগন্ত শোভে না স্বপ্নীল !
বিহগের কলোরব সুমধুর কানে ,
নয় ধ্বনিত সে উৎসুক প্রাণে ।


কাজ হতভাগার ! দুর্ভোগ সবার -
ভালর ও মরণ এ ফাঁদে বিস্তর !
বিপদে জ্ঞানির -ধর্ম, জপতপ -
ধরা রয় নিষ্ফলা ,মাত্র সন্তাপ !


প্রকাশ্য তোড়জোড় ইচ্ছে মতন ,
উড়ায় উচ্ছ্বাসে অভয় কেতন !
ছেয়ে বিশাল রাজ সে ক্রূর-ছল ,
একদা করিবে সব দিক অচল !


(ইং-১৬-০৬-২০১৮)