ঝড় আসে ঝড় যায়
রেখে যায় ফল ,
রাজ আসে রাজ যায়
বাড়ে বেশ খল !


কত নেতা রসে মজে
ফুল হয়ে ফোটে ,
মর দেহ সিঁড়ি করে
ধাপে ধাপে ওঠে !


শুধু ধ্যান নিজ স্বার্থ
পর সেবা হীন ,
দু’পয়সা লাভ হোক
ভাবে রাত-দিন ।


পঞ্চমুখে সবে করুক
তাহরি সুনাম ,
সুবে-শাম, দ্বারে এসে
মারুক সেলাম ।


ভেবে ভেবে অর্থ লাভে
হয় সে পাগল ,
ভোট কালে বারবার
পালটাবেই ভোল !


(ইং-১৭-১০-২০১৮)