খল আর শাসক ,
নীতিতে নয় পৃথক !
ওরা সু-সমাজের মাথা ,
চালায় বিচিত্র প্রথা !
আদর্শ দেশ চালক -
তারা সু-প্রজাপালক ,
মিলে গলে-গলে -
খলের সাথে  চলে !


শাসন দেয় ঢিল -
মতের থাকে মিল ,
ছল সারে বিজ্ঞাপনে -
প্রচার করে জনে-জনে ;
নকলে ভরে বাতাস -
জনতায় ওঠে নাভিশ্বাস !


নকলকে করিতে আসল ,
খেয়ে লাগে আদাজল ৷
এত ভাল যেন অমৃত !
আসলে গরলে ভরা যত ৷
প্রশ্রয়ে বিজ্ঞের যাহতক ,
খলের উদয় সুবিবেচক !


যুগে-যুগে এর চলন -
শক্তি-বল, হয় স্খলন ৷
জল যখন মাথার উপর !
শাসন নেয় খবর ৷
তখন টনক নড়ে -
লাগে শাসক উঠেপড়ে !


খুব ধরে জিদ -
দেখায় জনতারে সুহৃদ ,
অপকর্ম করিতে নিরাময় ;
পাইতে বিষের জয় ,
নিজেরে দেখায় সাধু -
এটাই শাসক- খলের জাদু !!


(ইং-২১-০৯-২০১৭)