আমি চাষ নিয়ে এক সাধারণ গৃহবাসী
মাটি খাঁটি , না চাষির কর্ম- দোষী ?
আজো হল না জানা, কাজে কে কম ,
উপযুক্ত জমি ,সময়ে হয় বীজ বপন ।
সার জল সম-মাত্রায় প্রচুর মেলে
সময়ে কৈ সেথা অঙ্কুর উদ্গম ?
জীবন মাঠেমারা, শৈশব যৌবন
যখন খা-খা মাঠ , মৃত্যুমুখে কিশলয়
তবে, ফসল বিহিনে রবে কী আলয় ?
দৃশ্য দেখা বন্ধ্যত্বে সর্বত্র হাহাকার !
অভাবে কাটবে কাল,-বিনা আহার ?


ঠিকমত কর্মে না হলে এক সুষ্ঠু নজর
দুর্দিনে চলে না কোন আপত্তি-ওজর ।
যুগে-যুগে তাই দুর্বার জন দুর্গতি -
বাঁচতে চাই সজাগতা,বুদ্ধিমত্তা অতি ।


(২৫-০৩-২০২১)