আজ হুঙ্কারে কোটি-কোটি হাত ,
দেখেছে শোষণ অনেক অগাধ !
সমস্ত বর্গের নিপীড়িতের ডাক -
নিকম্মা এ সরকার নিপাৎ যাক ।


ধনিক পোষণে সকলি কর্ম
ছলিতে, অশান্ত করা- শান্তধর্ম !
চাই একাল, দেশের সুষ্ঠু হাল -
পরে দেখা যাবে- সে পরকাল ।


হাতে পেয়ে অসীম ক্ষমতা
রোজ রোজ দেখ রং-তামাশা !
রঙে রঙিন জৌলুসে নেতা -
ভুলেছে আজ দুখীর কথা !


অলি-গলি স্বোচ্চারে জনতা ,
হ্রাস হোক দ্রব্যমূল্য-আর স্থিরতা ।
চাইছে জবাব মুষ্টি তুলে -
ছলনা করে। কত আর চলে !!


(ইং-১০-০৯-২০১৮)
*-বিভিন্ন দাবি নিয়ে আজ (১০-০৯-২০১৮) “ভারত বন্দ্” , দেশহিতে সহভাগিতা ,সহানুভূতি, প্রকট করি ।