নগরে এক সুখ্যাত বণিক বস্তি ,
সেথায় মান্যদের বসবাস স্বস্তির স্থিতি ৷
একদা দু’মহিলা বস্তির রম্য উদ্যানে -
চালায় রসালাপ উদ্দমে জনেজনে ৷
কেউ কম নয় নিজের গল্প-গুজব কথায় ,
যেন বন্যা, জলপ্লাবনে তীর ভাসায় !


একের ঘরে পড়েছে, কর চুরির ছাপা !
চায়না দিতে কোন রূপ, তথ্য চাপা ৷
গর্বে বুক ফুলিয়ে তাই জানায় -
দিদি-গো-দিদি ! কি বলবো তোমায় ?
ছাপাদার ভয়ে-ভয়ে, কাঁপে থরথর !
খোঁজে নেয় না তারা, পুরো খবর ৷
মাত্র দু’কোটি, তাতেই করে ছুটি -
পায়নি খুঁজে ইঁট, সোনার থালা বাটি !
মাত্র পায় পাঁচকেজি সোনার বিস্কুট -
তাতে খুশী, হাতিয়ে দেয় তারা ছুট !
না জেল ! না হাজত ! ছাড়ে সহজ -
খবরের পাতা ভরে খবরে রোজ !


এবার অপর মহিলার বলার পালা -
কি আর করে ওরা, নেই নি ঢেলা !
শোন কিস্সা তাদের ,আমার বেলায়-
একদা বিমান বন্দরে তল্লাসী চালায় ,
ব্যাগ খুলে পায়, দশ কেজি সোনা !
রাখা ছিল ছড়, বিস্কুট, রূপে নানা ৷
জানে না বিদেশে বাড়ী, জমি টাকা ,
ব্যবস্থিত, সুইস ব্যাঙ্কে গচ্ছিত রাখা ৷
ওরা বোকা, মূর্খ ! কাজ-কর্মে ফেল -
মাত্র দেয় বেনামী সোনাতে ছ’মাস জেল !
তবু ভাল, খবর দেশে বিদেশে প্রকাশে ,
পাই উপাধি, নাম-ডাক, ধনীর বেশে !


(ইং-০৬-০৭-২০১৭)