জন্ম ও মৃত্যু এক পহেলি
তার ’পর গোটা সংসার ,
ব্যক্তি সমাজ দেশ মহাদেশ
প্রশ্নভরা জিজ্ঞাসায়-অশেষ ।


দর্শন-সাহিত্য-ধর্ম-কৃষ্টি
জীবন-কর্ম-ঐশ্বর্য্য-সম্পদ
আত্মা পরমাত্মা একাল পরকাল
ভরে, আধ্যাত্মিক ভাবনা সৃষ্টি ।


তার ধারা শান্তির সুশীতল
আবার, তপ্ত আগ্নেয় লাভা
তার উৎস অদৃশ্য অজানা
শেষ গমনের না ঠিকানা ।


কল্পনায় আহত বিভৎস কত
পুনঃ অপার আনন্দে মোথিত ,
জগৎ এ দোলাচালে
শোক ও প্রেরণা ভরে -
জীবন গতি বহে,- দুর্বারে ।


মানব তুচ্ছ এক সাগর জ্ঞানে
সাঁতরে পায় না কূল -
কোথাও দৃশ্য অসহ্য বিষ
কোথাও ফোঁটায় ফুল ।


(১৯-০৫-২০২২)  ‘পহেলি’ > ধাঁধা
কবি, পারমিতা ব্যানার্জি, তাঁর সুন্দর আধ্যাত্মিক কাব্য, “জীবন মৃত্যু” (১৯-০৫-২২)-থেকে প্রেরণা পেয়ে আমার এ কাব্য লেখা, শ্রদ্ধেয় কবির নামে- সম্মানে, উৎসর্গ করা ।