যখন গৃহ ভরা অযোথা সুখ ,
খুশীতে তখন হৃদয় নাচে খুব ।
কল্পনায় জাগে রকমারি খেল ,
মন ভরা খুশী ভাবনায় উদবেল ।
দুঃখ যতো দূরে-দূরে সরে ,
আনন্দ সে আসে নৃত্য করে ।
কাজে ধরে না তুচ্ছ তারে হীন ,
বন্ধুর পথ-ঘাট লাগে মসৃণ !


অসুখে সর্বজনে ঘটে মতিভ্রম
পরম বন্ধু তাকে ভাবে যম !
দর্বলতা, দুঃখের সে কারক
অভাব সে সুখের সংহারক ।
হাসি খুশী প্রফুল্ল –অন্তকরণ
প্রকৃত সুখের অহম কারণ ।
  
বিশ্ব ভ্রমন, অনন্ত জ্ঞান অর্জণ
হোক না কত সুখাদ্য ভক্ষন ,
সুখ বিনে নিকষ কালো মেঘ ;
নিষ্পলা আশা-আকাঙ্ক্ষা হরেক ।


(ইং-০৪-১২-২০১৮)