বেকারত্বে গম্ভীর রূপ,ভরা সংসার ,
বাঁচায়, ভব্য-সভ্য না অধিকার ;
স্থায়ীত্ব সুষ্ঠু-আয়ের, নেই ব্যবস্থা -
তাই জীবন গতি ভরা অসুস্থতা ।


সিধা-সজ্জনের বাঁচা, বড়ো দুর্দিন ,
অভাবিত বিপদ, দাঁড়িয়ে,-সম্মুখীন ।
সেথা, পদে-পদে বাধা- অস্থিরতা -
সমাপ্ত হবার নয়,মনে হয় প্রথা !


যার নেই- মামা, কাকা, চাচা ,
তার কষ্টকর আগে বাড়া, বাঁচা ।
যে আবার ধন-সম্পদ, বল হীন -
তার অবস্থান, সর্বদা দুঃখী-দীন ,
যার ঘর ভরা, অভাবী পরিবার -
তার পর্বতসম চিন্তা, জীবনভর ।


যদিও সে অতি উচ্চ শিক্ষিত
চেষ্টা করে রোজগার বাঁচার মত ,
সাইনবোর্ড টাঙিয়ে, বুটপালিশ ।
কাজে, থানার যার, শীঘ্র নালিশ !
সে করেছে মস্তবড়ো অপরাধ ,
এটা দেশের অসম্মান, অগাধ !


বিশ্বে ছড়াবে, সে ডবল এম, এ ,  
এ হেন পেশা ! কাজ না পেয়ে ?
উন্নত দেশের- ভয়ংকর অপমান !
তাঁকে, মাপ করিবে না সংবিধান !


(ইং-২৭-০৪-২০১৮)-ব্যাঙ্গালোর