পূজোর দামী শাড়ী, একধোয়া ,
উজ্জ্বলতা উদাহ, রং হাওয়া !
তৎকাল দোকানে করি হাঙ্গামা ,
দোকানী জানায়, করো ক্ষমা !


শাড়ীর উৎপাদন ,কারখানায় -
শুধু কেন, দোষারোপ আমায় ?
যুগটা রঙে ভরা, প্রাণ কাড়া ,
এসব ধরে, জীবনটা হয় সারা !
যদি না হবে, এ ধারা ভবে ,
কোথায় কে, সুখেতে তবে ?


রঙের চটকে হাজারে শতক -
পতঙ্গের ছোটা, তাই যাহতক !
সময়ে কাননে নানা রং ধরিলে ,
অলি, প্রজাপতি, আসে চলে ।


কাপড়ে, রঙ-রূপের বাহার তাই ,
লেনদেনে কতনা খরিদ্দার পাই !
বিচক্ষণ গ্রাহক, সে সব বোঝে -
ভাঙে না হাড়ি, হাটের মাঝে !
এ ব্যাপারটা রং চটা- চিররোগ !
মিছামিছি ভুগো না ,শুধু দুর্ভোগ !!


(ইং-২২-১২-২০১৭)