জল তার এক নাম জীবন
জল, বুকফাটা তেষ্টায় চাহিদা অফুরণ ,
সে জল যদি বাঁধ ভাঙা পায়
থাকে না উপায়, আনে বন্যা মহাপ্রলয় ।


সমাজে শালীনতার আছে গণ্ডি
যদি গড়ে ব্যাপক হারে উচ্ছৃঙ্খলার মণ্ডি ,
অরাজগক সমাজ হয় আগাজ
আজ ধীরে ধীরে চলছে সে পথে সমাজ ।


ভরেছে আবহাওয়া- মসিআঁটা ,
নমুনা- নিদর্শন, পথে ঘাটে সর্বত্র পাটা ।
বাজিকর তার হয় পোয়াবার ,
যে খেটে খায়- তার কষ্ট বাড়ে আরো ।


উন্মুক্ত শোষণ যন্ত্র হয় সজাগ
দেশময় জালিয়াৎ চাপলুসী, রূপ ও সাজ ।
জ্ঞানী-গুণীর জল্পনা, সংসদ সত্র ,
যেন সময়কাল পার , বাক-বিতণ্ডা মাত্র ।


(ইং-১৭-১১-১৯)