স্বগর্বে পন্থা নিয়ে কত চলে গর্বে
দলে নানা জীব-প্রাণী ,নানা বর্গে ,
পরিবেশ গুণধর্মে বসবাস ধামে
মাতমে স্বভাব ধরামাঝে কামে ।


সাপের মতিগতি পদে পদে খাটে
সে তার বাসস্থান বিষাক্ত করে রাখে ,
যদি চায় ফুটাতে ফুল গৃহে বারোমাস
ভালবাসে না ঘ্রাণ – সুমধুর সুবাস ।


জনম জনম তার বিষই সম্বল
কর্মে- ফলে না কোন শুভফল
কোন কালে বিষধর্ম হয় না বিলীন
চলনে নিজ কাজে তারা থাকে লীন ।


(ইং-০১-০৭-২০২০)