চাপে পড়ে ধরিত্রী কাঁপে ,
তাপে গলে পাথর -
ঠেকায় পড়ে মালা জপে
ভূত-ভয়ে কাতর  !


জ্বালায় হয় আসল শিক্ষা  
সময়-কাল মাঝে ,
বিপদে হয় বন্ধুর পরীক্ষা ,
প্রমাণ মেলে কাজে ।


চোট লাগায় খেরাত বাঁটে
অন্যথা মুঠো হাত ,
সচ্ছল কালে দম্ভ মোটে
সবে দেয় আঘাত ।


ভিক্ষার চাল, কাঁড়া-আকাঁড়া
হলেই হল কিছু ,
ক্ষুধায় পেট দিলে নাড়া
বাদাম লাগে কাজু !


হীন কাজে মাথাটা হেঁট
গোঁফটি হয় নীচু ,
অধিক ভোগে, মোটা পেট
রোগের তাড়া পিছু ।


(ইং-০৮-০৬-২০১৮)
হিন্দী শব্দ, খেরাত  > ক্ষতি পূরণ ।