কর্ষণে রত মানুষ কত মরু-বঞ্জর
কাঠের হালে মাটি খুড়ে নয় কাতর ,
প্রকৃতি দত্ত মানবের শক্তি আর মেধা
ভব্যতা ভিত্তিতে শ্রেষ্ঠ সে প্রতিভা ।


পরিশ্রম জীবনে, মানবের নেই জুড়ি -
কত কষ্টের কঠোর দুর্গম পথ ঘুরি ,
মানুষ ক্রমান্বয় শুভর উৎস মুখে ধায় -
অহরহ শান্তি-সুখ, খোঁজে কর্ম নিষ্ঠায় ।


মানবের হিতার্থে মানবই করে চিন্তন
চায় না বিচ্ছিন্নতাবাদ শত্রুতা আচরণ ,
কোথা হতে স্রোতে আবর্জনা ভেসে ,
পবিত্রতায় খলল, দুষ্টুরা এসে মেশে ।


সমাজ শত্রু, অযাচিত কর্কট রোগ
রসাতলের কারক অঘটন দুর্ভোগ ,
এ কাঁটাসম ফোঁটে কষ্টদায়ক ভীষণ
নীচুতা দোষে বিষসম জ্বালার কারণ ।


(ইং-০৮-১২-২০১৮)