ঘেরা-বেড়া ,দেয়াল- প্রাচীর ,পরিখা
নির্ধারিত করে এক সুনির্দিষ্ট সীমারেখা ,
খোয়াড়, গোয়াল , খাঁচা ,কারাগার
মাহাত্ম্য সৃষ্টির- খর্বে, নষ্ট স্বাধীনতার ।


শাসন-প্রশাসন সন্ত্রী লাঠি বন্দুক তীর
পঞ্চায়েত ,কোট-কাছারী জনভীড় ,
রীতি-নীতি ,ধর্ম-কর্ম ,আচরণ শর্তে
ক্ষমতায় জনতা ধরে রাখে- আয়ত্তে ।


প্রেম-মায়া ,স্নেহ-আদর, কর্তব্যজ্ঞান
আদর্শ গুণের বশে থাকে নতঃ মহান ,
পাপ-পুণ্য ,ইহলোক- পরলোক নিয়ে
কত কত দুস্থরে রাখা হয় মন ভুলিয়ে ।


পুঁজির কাছে বন্ধক মজদুর চাষী ভাই
আইনের বন্ধনে হারিয়েছে ভাষা তাই ।
দর্পী মাহাজন পুরোহিত দাদনদার তারা
আর্ত শোষণে ন্যাস্ত, সদা পাগলপারা ।


(১২-১০-২০২০)