দেখাবটি মালা টিপে বহুজনার গৃহে হর্ষ
সেবা কার্যে দেখি না তার কণামাত্র সংঘর্ষ ,
বিশ্বাস প্রবল ধর্ম মেনে ,সব কাজে হয় বন্য
নিজ হিত বোঝে ভালো একাঙ্গি বিচার মান্য ।


ভোলা তারা পায় না পথ, চমক ধমক দেখে
কোন প্রকার দিন চলে, ভাদো পৌষ মাঘে ,
বড়োর দেখে নকল করে, গাত্র জ্বালা পেয়ে
পূণ্যি লাভে তীর্থ ভ্রমণ, গঙ্গার জলে নেয়ে ।


মুক্তির তরে ছলে বেশ, রত ঘানি টানায় ,
ধর্ম-কর্মে ভোজে মাতে গুরু বিধান কথায় ।
শোষণ যন্ত্র মাকড় জাল, চতুর পাতে ফাঁদ -
গোবেচারা তার বলি, ধূর্ত ফাঁসে না,- বাদ ।


(ইং-০৩-০৬-২০২০)