নূতন জোয়ারে উজান মুখে উত্তেজনার ঢেউ ,
অনেক দিনের অনেক আশা বেঁধে রাখে কেউ ;
           মাদকতায় পাড় ছাড়ি
          মাঝ নদীতে দেয় পাড়ি
এমনি ভাবনা আগের তরে যদি রক্ষা পায় ,
কর্ম শেষে প্রফুল্ল বেশে জীবন ধন্য তায় ।


দেরি সহে না উড়তি বয়স, ঘড়ি কেন ধিমা ,
কখন আসবে দাদু চাচা সাথে আরো মামা ;
         ঢাকের বাদ্যি খুব বাজে
          নৃত্য গানে আছে মজে
জং পড়া দুঃখগুলি হোক না আজ তোলা ,
তাল সুরে নীল নভে ভাসুক যতো ভেলা ।


পূব গগনে সূয্যি আজ উজ্জ্বল আভায় ভরে
অর্ঘ্য, নবান্নের সাজ-ধাজ প্রতিটি ঘরে ঘরে ,
           আশার দান প্রস্রবণ
          খুশী ভরা কত না মন
রাত বারোতে চমক মনে, আয় না নয়া- সন্ ,
আনন্দ ধারায় যাক না কেটে সারাটি জীবন ।


(ইং-৩০-১২-২০১৯)